ঢাকাকে ১৫৭ রানের টার্গেট ছুড়ে দিল বরিশাল

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৩২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

সিলেটে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তুললো ফরচুন বরিশাল। জয়ের জন্য ঢাকা ডমিনেটর্সের দরকার ১৫৭ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুটা খারাপ ছিল না। ওপেনিং জুটিতে আসে ৪২ রান। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে ওপেনার সাইফ হাসান আউট হওয়ার পর হারাতে থাকে একের পর এক উইকেট। ৫ রানে সাকিব, ২ রানে ইব্রাহিম ও ১০ রানে ফেরেন ইফতেখার।

এদিকে আপনতালে খেলতে থাকা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪২ রান। পরে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। মাত্র ২৭ বলে চারটি চার ও দুটি ছয়ে তুলেন ৩৯ রান। শেষদিকে ১২ বলে ১৪ রান করেন সালমান। আর মাত্র ৫ বলে ১৭ রান তুলেন করিম জানাত। ৪ রানে অপরাজিত থাকেন ওয়াসিম।

ঢাকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন আমির হামজা। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোট পাঁচজন বোলার।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমএম)