চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪১
চার জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পাঁচ কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জেলাগুলো হলো- ঝালকাঠি, গাইবান্ধা, পাবনা ও বাগেরহাট।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে- রেলওয়ে রাজশাহী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সামিউল আমিনকে গাইবান্ধার এডিসি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরবিন্দ বিশ্বাসকে বাগেরহাটের এডিসি, বান্দরবানের রুমার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী ও বান্দরবান সদরের নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরোজকে ঝালকাঠির এডিসি এবং রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (সিনিয়র সহকারী সচিব) শরিফ আহমেদকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এসএস/এসএম)