কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৫ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ৯ সদস্যসহ ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা শাখার একাধিক টিম।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বিপিএম (বার)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কুমিল্লা জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের বড় একটি সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে এবং তাদের সদস্যদের মাধ্যমে দেশে ও পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে। এছাড়া মোটার সাইকেল পাচারে টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে আসে। আটকৃতদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।


(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এআর)