বরই গাছে ঢিল মারতে নিষেধ করায় যুবক খুন

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৫ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় বিদ্যুৎ নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকার পশ্চিমপাড়ায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ ওই মৃত শমসেরের ছেলে। তার লাশ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একই এলাকার আকাশ, নাসিম ও শুভ বরই গাছে ঢিল মারলে বিদ্যুৎ-এর বাসার টিনে গিয়ে পড়ে। এসময় বিদ্যুৎ তাদের বরই গাছে ঢিল মারতে নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাসিম দৌঁড়ে এসে বিদ্যুৎ-এর বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বিদ্যুৎ স্থানীয় ক্যাবল অপরেটরের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

চন্দ্রিমা থানার ওসি মাসুদ পারভেজ জানান, তিনি ছুটিতে আছেন। তবে তিনি আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এলএ)