২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৮ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ার ভেঙে পাহাড়িকা এক্সপ্রেসের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মনির উদ্দিন। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে আখাউড়া স্টেশনের দক্ষিণে বড় বাজার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মনির উদ্দিন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকাল সোয়া চারটার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আউটারে পৌঁছার সময় গিয়ার বক্সের কেচিং ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। এবং চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকাল ৫টার দিকে অতিরিক্ত একটি ইঞ্জিন দিয়ে ট্রেনের বগিকে ইঞ্জন থেকে কেটে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যা ৬টার সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটি আখাউড়া লোকোসেডি ফিরিয়ে নেয়া হয়। এতে লাইন চলাচলের জন্য উপযুক্ত হয়।

এসময় আখাউড়া স্টেশনে পাহাড়িকা এবং চট্টলা ট্রেন আটকা পড়ে। যাত্রীরা অনেকে ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে রওয়ানা হন বলে জানান তিনি।

ট্রেনের সহকারী লোকোমেটিভ (চালক) আব্দুল কাইয়ুম বলেন স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। পরে নেমে দেখি ইঞ্জিনের গিয়ার বক্স কেচিং ভেঙে গেছে।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :