বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সাদপন্থিদের

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধালভীর অনুসারী মুরুব্বিরা অভিযোগ করে বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান নিয়ে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও তাবলিগ জামাতকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন তারা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাশে কামারপাড়ায় একটি রেস্তোরাঁয় বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদপন্থি মুরুব্বিরা এ অভিযোগ করেন।

তারা দাবি করেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে তাবলিগের যাবতীয় কাজ পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের। সংবাদ সম্মেলনে সাদপন্থিরা প্রশাসনের তদারকিতে দুই পক্ষকে প্যান্ডেল তৈরি খোলার দায়িত্ব অর্পণসহ দফা দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল।

এসময় উপস্থিত ছিলেন- সাদপন্থি ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, অ্যাডভোকেট ইউনুস মিয়া, মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মো. সোহেল আতাউল্লাহ।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এলএ)