মোটরসাইকেল দুর্ঘটনায় আইসিইউতে জাবি শিক্ষার্থী, মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও

জাবি প্রতিনিধি, ঢাকটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬

মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত জাহিদের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ভাসানী হলের সামনে সন্ধ্যায় একটি বাইক বেপরোয়া গতিতে এসে জাহিদকে ধাক্কা দেয়। এ সময় জাহিদ পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও জানা গেছে, বাইকটি চালাচ্ছিলেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মাহমুদ নিয়ন।

চিকিৎসকদের বরাত দিয়ে তার বিভাগের সহকারী অধ্যাপক উজ্জল কুমার মন্ডল বলেন, ‘জাহিদের অবস্থা ভালো নয়। তিনি লাইফ সাপোর্টে আছেন। মাথার ডান পাশে স্কাল ফ্র্যাকচার হয়েছে। মাথার বাম পাশে ব্রেন হেমারেজ হয়েছে।’

এদিকে আহত জাহিদের সহপাঠী এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মধ্যরাতেই নিরাপদ সড়কের দাবিতে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ করে।

ক্যাম্পাসে বেপরোয়া অটোরিকশা ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সেখানে অবস্থান নেয় তারা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় শতাধিক শিক্ষার্থীকে 'বাঁচার মত বাঁচতে চাই, নিরাপদ ক্যাম্পাস চাই', 'আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই', 'ঘাতক চালকের বিচার চাই- করতে হবে' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আহত শিক্ষার্থীর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করা, দোষী মোটরসাইকেল চালকের শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে অটোরিকশা ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা ও প্রতিটি হলের সামনে গতিনিরোধক স্থাপন করার দাবি জানায় তারা।

এ ব্যাপারে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি এনাম মেডিকেলে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে এসেছি। এখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলব।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :