মধ্যরাতে ঢাকার রাস্তায় গাড়িচাপায় প্রাণ গেল পথচারীর

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বনানীর কাকলি ওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে বি এস কৃষ্ণ (৪০) নামের ওই পথচারী দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা কাগজপত্র থেকে জানা গেছে, বি এস কৃষ্ণর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি রাজধানীর উত্তরায় থাকতেন।

আহত অবস্থায় বি এস কৃষ্ণকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু ইয়াসিন ও রুমা জানান, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওভার ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বি এস কৃষ্ণ নামের ওই ব্যক্তির মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বনানী থানা পুলিশ।’

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এমএইচ/এফএ)