টিকে থাকার ম্যাচে খুলনার দরকার ১৯৫ রান
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩১

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তুললো ফরচুন বরিশাল। ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে খুলনা টাইগার্সের করতে হবে ১৯৪ রান।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের দলনেতা শেই হোপ। এদিকে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ফরচুন বরিশাল। মাত্র ১৩ রানে এনামুল হক বিজয় ফিরলেও পাওয়ার প্লের ছয় ওভারে আসে ৬২ রান। আরেক ওপেনার ফজলে মাহমুদ করেন ২৮ বলে ৩৮ রান। আর দ্বিতীয় উইকেটে খেলতে নামা ইব্রাহিম জাদরানের ব্যাটে আসে ২৩ রান।
এরপর চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে চার-ছক্কার বৃষ্টি নামান দলনেতা সাকিব আল হাসান। ৩৬ বলে দুজন মিলে তুলেন ৫২ রান। ২১ বলে একটি চার ও চারটি ছয়ের মারে ৩৬ রানে ফেরেন সাকিব। পরের উইকেটে খেলতে নেমে মাত্র ৬ বলে ১০ রান করেন করিম জানাত।
এদিকে শেষ পর্যন্ত খেলে যান ইখতেখার আহমেদ। মাত্র ৩০ বলে ফিফটি পূরণ তিনি। অপরাজিত থাকেন ৫১ রানে। ৩১ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি করে চার-ছয়ে সাজানো। আর ২ বলে ৪ রান করে অপরাজিত থাকেন দলের মাহমুদউল্লাহ রিয়াদ।
(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এমএম)