ইতালির দ্বীপে ৮ অভিবাসীর মৃত্যু, ৪০ জনকে উদ্ধার

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি জাহাজ থেকে ৮ অভিবাসীকে মৃত অবস্থায় পেয়েছে উপকূলরক্ষীরা। এছাড়াও আরও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার ইতালীয় মিডিয়া জানিয়েছে। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, উদ্ধারকারীরা সিসিলির দক্ষিণে অবস্থিত ল্যাম্পেডুসার প্রধান বন্দরে জীবিতদের নিয়ে গেছে। ইতালীয় কর্তৃপক্ষ ১৫৬ জন লোককে বহনকারী আরও তিনটি বিপর্যস্ত জাহাজকে ল্যাম্পেডুসায় নিয়ে যায়। এই দ্বীপটি ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের জন্য অন্যতম প্রধান প্রবেশপথ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, উত্তর আফ্রিকা থেকে ইতালিতে প্রবেশেরকারীদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালে প্রায় ১ লাখ ৫ হাজার ১৪০ জন অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছিল। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬৭ হাজার ৪৭৭ এবং ২০২০ সালে ছিল ৩৪ হাজার ১৫৪ জন।

জাতিসংঘের ধারণা অনুযায়ী, ২০২২ সালে মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় ১ হাজার ৪০০ অভিবাসী প্রাণ হারিয়েছে।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এসএটি)