‘মেজর’ পরিচয়ে বিয়ে করতে এসে দুই সহযোগীসহ বর আটক

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৭ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫

টঙ্গী-পূবাইল, (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

টঙ্গীতে মেজর পরিচয় দিয়ে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ভুয়া মেজর। গ্রেপ্তারকৃত রেজা (৪২) পাবনা জেলার সুজানগর থানার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। 

এ ঘটনায় ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ তৈরির অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে শাহরিয়ার আবির (২৫) ও একই এলাকার মৃত মোসলেমের ছেলে সোহাগকেও (৩০)  গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে  টঙ্গীর ৫৫নং ওয়ার্ডের  মাছিমপুর এলাকার নজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা। এ সময় তাকে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি জব্দ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাফ বানাতে আবির ও সোহাগের সহযোগিতার কথা স্বীকার করলে পুলিশ তাদের দুইজনকেও গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এআর)