বিদেশে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিদেশে পালানোর সময় মো. রনি হোসেন নামে ধর্ষণ মামলার এক আসামিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, বিমানের টিকিট, একটি মুঠোফোন, সিমকার্ড ও নগদ ৮৯০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার দুপুরে র‍্যাব-১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার রনি হোসেন জয়পুরহাট জেলার সদর থানার ধনমন্ডি গ্রামের প্রয়াত নুরুল ইসলাম মন্ডলের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. রনি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়পুরহাটের সদর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলা নম্বর-৩১ (জিআর-৭৮৩/২০২২)। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এএ/এসএম)