পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ১৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আকবাত জাবর শরণার্থী শিবিরে সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় গুলি, ক্ষেপণাস্ত্র এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কমপক্ষে ১৩ ফিলিস্তিনিকে আহত করেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি রেডিও জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী একটি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ইসরাইলকে অ্যাম্বুলেন্সে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে। অপারেশন শেষ হওয়ার পর অবশেষে তাদের আহতদের চিকিৎসার অনুমতি দেওয়া হয়।

আল জাজিরা জানিয়েছে, জেরিকোর কাছে জেনিনে গত শনিবার থেকে পাঁচ ঘণ্টার অভিযানটি ‘একটি ধারাবাহিক প্রক্রিয়া’ ছিল। ৩৭ হাজার বাসিন্দার শহর জেরিকো এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনী আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবারের অভিযানটি জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী নয়জন ফিলিস্তিনিকে হত্যা করার পরের সপ্তাহে চালানো হয়েছে। ঘটনাটিকে ২০০২ সালের পর অধিকৃত পশ্চিম তীরের ক্যাম্পে সবচেয়ে বড় সামরিক অভিযান বলে মনে করছেন বিশ্লেষকরা।

আল জাজিরা জানিয়েছে, ‘অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরটি খুব সহিংসভাবে শুরু হয়েছে। এ পর্যন্ত চলতি বছর ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সবই ঘটেছে নতুন অতি-ডানপন্থী ইসরায়েলি সরকারের ইন্ধনে। এর মধ্যে একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী রয়েছেন, যারা দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্পকে এগিয়ে নিতে এবং ফিলিস্তিনিদের জন্য জীবনকে আরও কঠিন করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।’

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :