বিপিএল চলাকালেই ওমরাহ করতে গেলেন সাকিব

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নবম আসর চলাকালেই ওমরাহ করতে গেলেন ফরচুন বরিশালের দলনেতা সাকিব আল হাসান। গতকাল(শুক্রবার) রাতেই সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। ওমরাহ পালন শেষে দ্রুতই দেশে ফিরে আবারও দলে যোগ দেবেন এই অলরাউন্ডার।

গত আসরের রানারআপ দল ফরচুন বরিশাল এবারও সাকিব আল হাসানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্লে-অফপর্ব নিশ্চিত করে ফেলেছে তারা। শুক্রবার খুলনাকে হারানোর মাধ্যমে সেরা দুইয়ে থাকার লড়াইয়েও এগিয়ে রয়েছে তারা।

এদিকে আগামী ৬ তারিখ পর্যন্ত খেলা নেই ফরচুন বরিশালের। মাঝখানে দুদিনের ছুটি পাচ্ছে দলের ক্রিকেটাররা। আর এই ছুটিটা কাজে লাগাচ্ছেন দলনেতা সাকিব। 

বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী সাকিবের ওমরাহ প্রসঙ্গে জানিয়েছেন, ৭ তারিখের আগে যেহেতু দলের খেলা নেই, সে কারণেই ফাঁকা সময়টাতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সাকিব। ওমরাহ শেষে ৬ তারিখে ফেরার কথা রয়েছে। আর পরের দিন নামবেন কুমিল্লার বিপক্ষে। 

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। বরিশালের হয়ে ব্যাট হাতে করেছেন ৩৪৭ রান। সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন তিনি। তবে বল হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না সাকিব। এখন পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এমএম)