গণতন্ত্র সূচকে এশিয়ার মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেন তা মিথ্যা ও অসার বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, গণতন্ত্র সূচক-২০২২ এ দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

রবিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা প্রতিদিন বলেন দেশে নাকি গণতন্ত্র নেই। তাদের এই বক্তব্য মিথ্যা ও অসার। গত ২ ফেব্রুয়ারি ১৬৭ দেশের গণতন্ত্র সূচক ২০২২  প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআরইউ)। এতে গণতন্ত্র সূচক-২০২২ এ দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।’

‘এখন এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম (স্কোর ৫.৯৯)। সূচকের গড় স্কোর ৫ দশমিক ২৮ থেকেও বাংলাদেশ ওপরে রয়েছে। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত পাঁচ বছর ধরে গণতন্ত্র সূচকে বাংলাদেশের ক্রমাগত অগ্রগতি হয়েছে।’

২০২১ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম (স্কোর ৫.৯৯), ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম (স্কোর ৫.৯৯), ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮০তম (স্কোর ৫.৮৮), ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম (স্কোর ৫.৫৭)।

২০২২ সালের বিশ্ব গণতন্ত্র সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান। ভারত ৭ দশমিক৪, শ্রীলংকা ৬ দশমিক ৪৭, বাংলাদেশ ৫ দশমিক ৯৯, ভূটান ৫ দশমিক ৫৪, নেপাল ৪ দশমিক ৪৯, পাকিস্তান ৪ দশমিক ১৩, আফগানিস্তান শুন্য দশমিক ৩২। মালদ্বীপ (তালিকায় নেই)।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুই ধাপে এগিয়েছে গণতন্ত্র সূচকে। বিএনপি নেতারা যে বক্তব্য দেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিরোধী দল সংসদে থাকুক আর না থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র সূচকে এগিয়েছে।

‘এতে প্রমাণিত বিএনপির বক্তব্য অসার। তারা যদি সংসদ বর্জন না করতো তাহলে আরো বেশি এগুতো। বিএনপি জানে আগামী নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। তাই বিএনপি চায় দেশে অন্য কোনো শক্তি আসুক। সেটা সম্ভব হবে না।’

এসময় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হিরো আলম প্রসঙ্গে বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। তিনি অনেক ভোট পেয়েছেন।’

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/জেএ/ডিএম)