মেসির গোলে জয় পেল পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতের ম্যাচে ট্রলাসের বিপক্ষে খেলতে নেমে ১-১ গোল ব্যবধানে ড্র ছিল পিএসজির ম্যাচ। অতপর জয় নির্ধারণী গোল করলেন দলের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর তাতেই ২-১ গোল ব্যবধানে জিতল ফরাসি জায়ান্ট ক্লাবটি। এ জয়ের ফলে শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করল পিএসজি।

২২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করা পিএসজির সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে রয়েছে ট্রলাউস। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান মার্সেইয়ের। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। আর ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে লেন্স।

পার্ক ডেস প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পিএসজি। তবে আক্রমণে দুদল খেলেছে সমানতালেই। পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখে স্বাগতিক পিএসজির ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে পাঁচটি। এতে গোলের দেখা পেয়েছে মোট দুটি।

অন্যদিকে নিজেদের নিয়ন্ত্রণে পুরো ম্যাচের কেবল ৩৮ শতাংশ সময় বল রাখতে পেরেছিলো ট্রলাউসের ফুটবলাররা। বল দখলে পিছিয়ে থাকা দলটি আক্রমণেও ছিল বেশ সবর। পিএসজির গোলবার বরাবর তারাও শট নিয়েছে মোট পাঁচটি। গোল পেয়েছে মাত্র একটি।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ২০তম মিনিটে ব্রাঙ্কো ফন ডেন বুমেনের গোলে এগিয়ে যায় ট্রলাউস। পরে আশরাফ হাকিমি সমতায় ফেরান। আর দ্বিতীয়ার্ধের খেলায় ব্যবধান দ্বিগুন করে মেসির গোল, তাতে জয় পায় পিএসজি। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ইনজুরি টাইমে তার আরেকটি শট পোস্টে লাগে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :