সশস্ত্র ও তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৯ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

সশস্ত্র বাহিনী এবং তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে প্রেষণ নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্কোয়াড্রন লিডার হাসিব ইমরানকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার করা হলো। প্রেষণে এই কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সামিয়া রুবাইয়াত হোসেইনকে প্রেষণে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএস)