ব্যাংকে নিয়োগ প্রশ্ন ফাঁস: বুয়েট অধ্যাপক নিখিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় হওয়া মামলায় অভিযোগপত্র গ্রহণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম রবিবার অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৯ মার্চের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
২০২১ সালের ৬ নভেম্বর ব্যাংক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই মামলায় দায়ের করা হয়। গত ৩১ জানুয়ারি অধ্যাপক নিখিলের নাম আসামির তালিকায় যুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শামীম আহমেদ।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে ‘পলাতক’ দেখিয়েছেন এবং কোনো আদালত থেকে জামিন না নেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেন।
নিখিল রঞ্জন বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠার পর ২০২১ সালের ২১ নভেম্বর তাকে বিভাগের প্রধান থেকে অব্যাহতি দেয় বুয়েট কর্তৃপক্ষ।
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে অফিসার (ক্যাশ) নিয়োগের ওই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন। তবে পরীক্ষা শেষে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। বিভিন্ন গণমাধ্যমে প্রশ্নফাঁসের খবর প্রকাশিত হওয়ায় পরীক্ষাটি বাতিল করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তে নেমে প্রশ্নপত্র ফাঁসের ১১ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক দেলোয়ার হোসেন, পারভেজ মিয়া ও প্রেসকর্মী রবিউল আউয়ালকে জিজ্ঞাসাবাদে ‘চাঞ্চল্যকর’ তথ্য পাওয়ার কথা জানায় ডিবি।
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের পিয়ন দেলোয়ার একজন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে দেলোয়ার বলেন, আশুলিয়ায় তাদের ছাপাখানায় প্রশ্নপত্র ছাপার পর দুই সেটের দুটি প্রশ্ন নিয়ে নিতেন বুয়েট অধ্যাপক নিখিল।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজউক কর্মচারীদের কক্ষে রেকর্ড রুমের ১৫০ ফাইল

শিশু কোলে ঘুরে ঘুরে ছিনতাই করে তারা

অবশেষে আরাভ খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ

কদমতলীতে জোড়া খুন: লাইট জ্বালানো নিয়ে ঝগড়া, অতঃপর হত্যা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড, সাত বছর পর ধরা

আদালতে স্ত্রীর জবানবন্দি: আরাভ যৌন ব্যবসায় জড়িত

শিশুটিকে ইকবাল রোড থেকে মুখ চেপে সিএনজিতে তুলে নেয় ধর্ষকরা

রাজধানীতে মদসহ ২ চোরাকারবারি আটক
