মহেশপুরে সন্ত্রাসী হামলায় নারী আহত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের মহেশপুরে সন্ত্রাসী হামলায় সুন্দরী খাতুন (৩০) নামে এক নারী আহত হয়েছেন। এসময় তাদের ধান  ক্ষেতেরও অনেক ক্ষতি করে। সোমবার সকালে উপজেলার ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সুন্দরী খাতুনকে (৩০) মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঘোষপুর গ্রামের মৃত ইসলাম কাহারের ছেলে আসানুর ২৫ নম্বর নেপা মৌজার ১৪৫ নম্বর খতিয়ানে ২৩ শতক জমি পৈর্তক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সকালে ওই গ্রামের নুরুন্নবীর ছেলে তৌফিকুর রহমান জমিটি দখল নিতে তার ইট ভাটার ৫০-৫৫ জন শ্রমিক দিয়ে আসানুরের রোপনকৃত ইরি ধান নষ্ট করে দেয়। এ সময় বাধা দিতে গেলে আসানুর রহমানের স্ত্রী সন্দরী খাতুনকে মারধর করে মারাত্মকভাবে আহত করে।

ভুক্তভোগী আসানুর রহমান জানান, আমি রোপনকৃত ধানের জমিতে কাজ করছিলাম। এ সময় তৌফিকুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে আমার ধান ক্ষেতসহ আমার স্ত্রীকে আহত করে। উক্ত ঘটনায় ঘোষপুর গ্রামের কাশেমের ছেলে তোতা, বজলুর রহমানের ছেলে টিটোন ও হরির ছেলে তোতা মন্ডলকে পুলিশ আটক করলেও রহস্য কারণে ছেড়ে দেয়।

এ ব্যাপারে মহেশপুর থানার এসআই আসাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃতরা ভাটায় কাজ করে, এ ঘটনায় তারা জড়িত ছিল না।

এদিকে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু বিচার পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এসএ)