এসির তার পুড়ে ঢাকা মেডিকেলে আগুন আতঙ্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের এয়ার কন্ডিশনের তার পোড়ার ধোঁয়ায় রোগীদের মধ্যে আগুন আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এসময় কিছু সময় ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ থাকে।
রবিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসি থেকে ধোয়া বের হলে ফায়ারসার্ভিসকে সংবাদ দেওয়া হয়। এ সময় ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ছুটে আসে। তারা আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন উপস্থিত লোকজন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, রবিবার বিকাল তিনটার দিকে সংবাদ পেয়ে তারা আসেন। প্রাথমিকভাবে দেখা যায়, ডায়ালাইসিস সেকশনের বাইরের দিকে এসির বেশ কিছু তার পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওই সময়ে যাদের ডায়ালাইসিস চলছিল তা কিছু সময় বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে। তাদের ডায়ালাইসিস শেষ হলে, পুরোটা চেক করে কোথায় কী ক্ষতি হয়েছে তা অতি দ্রুত সময়ে মেরামত করা হবে। প্রাথমিকভাবে দেখা গেছে, বেশ কিছু তার পুড়ে গেছে।
ঢাকাটাইমস/০৫ ফেব্রুয়ারি/এএ/ ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

রাজউক কর্মচারীদের কক্ষে রেকর্ড রুমের ১৫০ ফাইল

বাজার তদারকি করতে কাউন্সিলরদের চিঠি

প্রথম রোজায় নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার করলেন ডিএনসিসি মেয়র আতিক

গেন্ডারিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

রমজানের প্রথম দিনে রাজধানীতে ঝুম বৃষ্টি, কোথাও পড়ল শিল

ভোক্তা অধিকারের বাজার তদারকি: রমজানের প্রথম দিনে চার বিক্রেতাকে জরিমানা

ইফতারের মান নির্ণয়ে রাজধানীতে বসছে মনিটরিং বুথ

কারওয়ানবাজারে অভিযানে ভোক্তা অধিদপ্তর

দূষিত বায়ুর শহর: নবম থেকে আজ ছুটির দিনে পঞ্চমে এল ঢাকা
