এসির তার পুড়ে ঢাকা মেডিকেলে আগুন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের এয়ার কন্ডিশনের তার পোড়ার ধোঁয়ায় রোগীদের মধ্যে আগুন আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এসময় কিছু সময় ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ থাকে।

রবিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসি থেকে ধোয়া বের হলে ফায়ারসার্ভিসকে সংবাদ দেওয়া হয়। এ সময় ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ছুটে আসে। তারা আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন উপস্থিত লোকজন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, রবিবার বিকাল তিনটার দিকে সংবাদ পেয়ে তারা আসেন। প্রাথমিকভাবে দেখা যায়, ডায়ালাইসিস সেকশনের বাইরের দিকে এসির বেশ কিছু তার পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওই সময়ে যাদের ডায়ালাইসিস চলছিল তা কিছু সময় বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে। তাদের ডায়ালাইসিস শেষ হলে, পুরোটা চেক করে কোথায় কী ক্ষতি হয়েছে তা অতি দ্রুত সময়ে মেরামত করা হবে। প্রাথমিকভাবে দেখা গেছে, বেশ কিছু তার পুড়ে গেছে।

ঢাকাটাইমস/০৫ ফেব্রুয়ারি/এএ/ ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :