হামদর্দের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘সমগ্র বাংলাদেশের মানুষের কাছে হামদর্দের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ছড়িয়ে দিতে নিরন্তরভাবে প্রচেষ্টা চালাতে হবে। হামদর্দের চিকিৎসকরা আরো সক্রিয় ও উদ্যমী হলে চিকিৎসা বঞ্চিত অনেক মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবে।’

এই মহৎ কাজ বাস্তবায়নে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার নানাদিক নিয়ে কথা বলেন ভারতের প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী চেয়ার অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমী, শ্রীলঙ্কার খ্যাতিমান ইউনানী চিকিৎসক ডা. এস এম রইসউদ্দিন, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারী/এমএইচ)