সীতাকুণ্ডে শীতার্তদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২১

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের সীতাকুন্ডে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী ও রোমানা রউফ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, সীতাকুন্ড পৌরসভা মেয়র বদিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ দিন ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এলএ)