হিরো আলমকে নিয়ে ‘কোনো মন্তব্য নেই’, বললেন ওবায়দুল কাদের

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বগুড়া-৪ আসনে সামান্য ভোটের ব্যবধানে হেরে যাওয়া সোশাল মিডিয়ায় আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে তিনি কোনো ‘মন্তব্য’ করেননি বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

সোমবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের জানাজা শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিলো না। আমার মন্তব্য ছিলো মির্জা ফখরুলকে নিয়ে। হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, সংসদের সব আসন ছাড়ার পর বিএনপি হিরো আলমকে বগুড়ায় উপনির্বাচনে দাঁড় করিয়েছিল। হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুল সাহেবের, তিনি ভেবেছিলেন হিরো আলম জিতে যাবে! হিরো আলম এখন জিরো হয়ে গেছে।

পরদিন রবিবার ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়া দেন হিরো আলম। সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গিয়েছে। তবে হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তার সঙ্গে ভোটে লড়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন হিরো আলম। বলেন, ‘...উনি (ওবায়দুল কাদের) কেন আমাকে ছোট করে কথা বলেন। উনাকে বলবো, বগুড়া-৪ থেকে ভোট করুন, আমাকে যেই আসন থেকে পরাজিত করে দেওয়া হয়েছে।’

কর্মী থেকে নেতা মোসলেম উদ্দিন:

মোসলেম উদ্দিন আহমদ কর্মী থেকে নেতা হয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেছেন। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।’

এর আগে আওয়ামী লীগের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সস্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক সায়েমসহ ঢাকা মহানগর ও চট্টগ্রাম জেলার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেএ/ডিএম)