সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুর রহিম (৪৭) নিহত হয়েছেন। এসময় অটোভ্যানের  চারজন শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান আব্দুর রহিম কলম পুন্ডরী গ্রামের মৃত রফিকুল ইসলাম ওরফে উপেন মন্ডলের ছেলে।

আহতরা হলেন- বিদ্যুৎ হোসেন (৪২), কাচু প্রামাণিক (৬০), মাসুদ রানা (৩৫) ও এলামুল হক (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালকসহ পাঁচজন শ্রমিক একটি অটোভ্যানে চৌগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোলারবাতা এলাকায় ভ্যানগাড়ির একটি চাকার এক্সেল ভেঙে মহাসড়কের উপড়ে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে বিপরীতগামী একটি ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়। এতে অটোভ্যান চালক আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান এবং ভ্যানের ৪ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিবলী নোমানী শুভ বলেন, গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর দুজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এসএ)