বিদেশে ‘৭১৪ নারীর মৃত্যু’র ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গত সাত বছরে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ৭১৪ নারীর মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সব প্রবাসী নারী শ্রমিককে দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা  রিটটি দায়ের করেন। 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

রিটে বিবাদী করা হয়েছে পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জনশক্তি রপ্তানি ব্যুরোসহ সংশ্লিষ্টদের।

গত ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘লাশ হয়ে ফিরলেন ৭১৪ নারী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। রিটে ওই প্রতিবেদন সংযুক্ত করা হয়। 

এর আগে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তৈরি করা হিসাবে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৭১৪ জন বাংলাদেশি নারী শ্রমিক লাশ হয়ে ফিরেছেন। এর বড় অংশের ক্ষেত্রে মৃত্যুর কারণ দেখানো হয়েছে স্বাভাবিক মৃত্যু, মস্তিষ্কে রক্তক্ষরণ।  

(ঢাকাটাইমস/০৬ফ্রেবুয়ায়ারি/এফএ)