ট্রাক-অটোভ্যান সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আব্দুর রহিম কলম পুণ্ডরী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে, শ্রমিক বিদ্যুৎ হোসেন একই গ্রামের আব্দুল জোব্বার ছেলে এবং অপর শ্রমিক কাচু প্রামাণিক পাশের কলম নজরপুরের মবের আলীর ছেলে।

পুলিশ জানায়, চালকসহ ৫ জন গাছকাটা শ্রমিক একটি অটোভ্যানযোগে চৌগ্রামের দিকে যাওয়ার পথে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোভ্যানচালক আব্দুর রহিম (৪৮) ঘটনাস্থলেই মারা যান। আর ভ্যানের চার যাত্রী আহত হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে শ্রমিক বিদ্যুৎ হোসেন (৪২) ও কাঁচু প্রামাণিক (৬০) মারা যান। অপর দুই শ্রমিক মাসুদ রানা (৩৫) ও এলামুল হককে (৪০) উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, তার ইউনিয়নের তিনজন শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)