টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে নেমে হ্যারি কেনের একমাত্র গোলে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। আর জয় নির্ধারণী এই গোলের মাধ্যমেই টটেনহ্যামের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেন।
ম্যাচের ১৫তম মিনিটে কেনের গোলে স্পার্সদের জয় নিশ্চিত হয়। একই সঙ্গে সাবেক ফরোয়ার্ড জিমি গ্রীভসের দীর্ঘদিনের গোলের রেকর্ড ভেঙ্গে নতুন মাইলফলক গড়েছেন কেন। ১৯৭০ সাল থেকে গ্রীভস এই রেকডর্ নিজের করে রেখেছিলেন। এর সঙ্গে এ্যালান শিয়েরার (২৬০) ও ওয়েইন রুনির (২০৮) সঙ্গে প্রিমিয়ার লিগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ গোলর মাইলফলক স্পর্শ করেছেন কেন।
দারুণ এই রেকর্ডের পর কেন বলেছেন, ‘আমি কিছু বলতে পারছিনা। এটা আসলেই যাদুকরী এক মুহূর্ত। এই কৃতিত্ব অর্জনে আমি মরিয়া ছিলাম। একই সঙ্গে দলের জয়ও চেয়েছিলাম। ঘরের মাঠের সমর্থকদের সামনে এই অর্জণ কখনই ভোলা যায় না।’
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এমএম)