ভূমিকম্প: দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে তুরস্কের স্কুল
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণ হারিয়েছে ষোলো শতাধিক মানুষ। ধসে পড়েছে দুই হাজারের বেশি ভবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের ১০টি প্রদেশ। এমতাবস্তায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর স্কুল দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষামন্ত্রী।
তুরস্কের জাতীয় শিক্ষামন্ত্রী মাহমুদ ওজার বলেছেন, দিয়ারবাকির, গাজিয়ানটেপ, সানলিউরফা, আদানা, ওসমানিয়ে এবং কিলিস প্রদেশের স্কুলগুলি এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘আজ থেকে, আমরা কাহরামানমারাস, হাতায়, আদিয়ামান এবং মালতায়া প্রদেশে শিক্ষা থেকে দুই সপ্তাহের বিরতি নিচ্ছি।’
যুব ও ক্রীড়া মন্ত্রী মেহমেত কাসাপোগলু বলেছেন, তুরস্কে অনুষ্ঠিতব্য সমস্ত জাতীয় ক্রীড়া সংস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। লেবানন ও সিরিয়াসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসএটি)