তিন ইউএনওকে বদলি
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে তাদেরকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। তাদের মধ্যে- নওগাঁর নিয়াতপুরের ইউএনও মো. ফারুক সুফিয়ানকে রংপুর বিভাগে, চট্টগ্রামের চন্দনাইশের ইউএনও নাছরীন আক্তারকে সিলেট বিভাগে এবং মৌলভীবাজারের কমলগঞ্জের ইউএনও সিফাত উদ্দিনকে ময়মনসিংহ বিভাগে পদায়ন করা হয়েছে।
ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসএস/ইএস