প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, আহত ৮

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার লোহার দিঘীর পাড় এলাকায় কক্সবাজার অভিমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-২৩৮৬) ও চট্টগ্রাম অভিমুখী নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়ির চালকসহ মোট ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন- উপজেলার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মুহাম্মদ ইব্রাহিমের পুত্র সিএনজি অটোরিকশা চালক আলমগীর (২৫), লোহার দীঘির পাড় এলাকার মোশাররফ হোসেনের মেয়ে সিএনজি অটোরিকশার যাত্রী আছমা আকতার (২০), উপজেলা সদর রশিদার পাড়ার নবী হোসেনের ছেলে তারেক (২০), প্রাইভেটকারে থাকা ঢাকা মিরপুর ১নং এলাকার বাসিন্দা নুরুল ইসলাম কামাল (৭০), রৌশন আরা (৬০) ও তাদের পুত্র দিপু (৩২) পুত্রবধূ শাবলা (৩২) ও নাতনী আরিয়ানা (৬)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এলএ)