যাত্রাবাড়ীতে নয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলেন- মো. রানা ও মো. বাহার উদ্দিন। এ সময় তাদের থেকে নয় কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি কন্টেইনারসহ লড়ি জব্দ এবং দুইটি মোবাইল ফোন ও নগদ দুই হজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে দুই লাখ ৭০ হাজার টাকা দামের নয় কেজি গাঁজাসহ মো. রানা ও মো. বাহার উদ্দিন নামে দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, রানা এবং বাহার উদ্দিন পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে লড়িসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এএ/এলএ)