সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: যাবজ্জীবন সাজা নিয়ে ১৭ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯

সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে ১৭ বছর পলাতক থাকা আসামি মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ একটি দল।
গ্রেপ্তারjকৃত মাসুমের বাড়ি পটুয়াখালীর বাউফলের গোয়ালিয়াবাঘা (সালেশ্বর) গ্রামে।
মঙ্গলবার সকালে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে ২০০২ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা হয়। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই মাসুম আত্মগোপনে চলে যান। এসময় তিনি দেশের বিভিন্ন স্থানে নিজের নাম-পরিচয় গোপন রেখে পলাতক জীবন যাপন করে আসছিলেন। গত সোমবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএস/এফএ)