জয়ে শেষ করতে ঢাকার দরকার মাত্র ১১৯ রান

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরের শেষ ম্যাচ খেলতে নেমেছে ঢাকা ডমিনেটর্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ঢাকা নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৮ রান তুলতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জয়ে বিপিএল শেষ ঢাকার দরকার ১১৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। কিন্তু ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ৭ ওভারে মাত্র ২৮ রান তুলতেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। মেহেদী মারুফ ৮, ইরফান শুক্কুর ৭, উন্মক চান্দ শূন্য, আফি ১ ও শুভাগত হোম ১ রান করেন।

ষষ্ঠ উইকেট জুতি চাপ সামলে নেন উসমান খান ও কোর্তুস ক্যাম্ফের। কিন্তু ১১ রানে ক্যাম্ফের ফিরলে ডারউইস রাসুলি আউট হন ৫ রানে। আর উসমান খান করেন ৩০ রান। পরে মৃত্যুঞ্জয় রায়কে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশ অতিক্রম করান জিয়াউর রহমান। ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর মৃত্যুঞ্জয় অপরাজিত থাকেন ৪ রানে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এমএম)