ঢাকার সিজেএম কোর্টের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। বেলা আড়াইটার দিকে এ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যায়। সিজেএম আদালতের ১০ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরপরই এ ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ।
সিজেএম আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বলেন, তাঁকে ফায়ার সার্ভিস জানিয়েছে, হাজতখানার কাছের মালখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ আগুন লাগে। পরে এটি নিয়ন্ত্রণে আসে।
(ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এএ/এসএম)