টঙ্গীতে দেশি অস্ত্রসহ আটক ৪
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে মাছিমপুর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি ছুরি, এক টি চাকু ও দুটি মোবাইল ফোনসহ ৪ জন আসামি গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আটককৃতরা হলো মো. শাকিল (২৬), মো. অন্তর (২০), সাব্বির (১৮) ও মো. মেহেদী হাসান (১৯)।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের পথচারী লোকজনদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)