বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানি সহায়ক প্রাক্‌-অর্থায়ন তহবিল সংক্রান্ত একটি দ্বিপাক্ষীক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রপ্তানিকারকরা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ১৮০ দিনের জন্য ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ও সিইও মামুন মাহমুদ শাহ-এর কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে এবং রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমএইচ)