ধ্বংসস্তুপের নিচ থেকে একে পার্টির আদিয়ামান শহরের ডেপুটির মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৪ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

মুহাম্মদ মোস্তাফিজ, তুরস্ক থেকে

তুরস্কের দশটি শহরে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ চলছে পুরোদমে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৮৫১ টি অ্যাম্বুলেন্স ও ২৩২ টি বিশেষ সাস্থ্য টিম নিয়োজিত করেছে। কিছুক্ষণ আগে উদ্ধারকাজ চলাকালে এরদোয়ানের একে পার্টির আদিয়ামান শহরের ডেপুটি ইয়াকুব তাশ’র মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আদিয়ামান শহরের একটি ৯ তলা ভবন থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই স্থান থেকে তার স্ত্রী ও নাতির মরহেদহও উদ্ধার করা হয়েছে।

ইয়াকুব তাশ আদিয়ামান শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং একে পার্টির ২৭ তম গ্রান্ড ন্যাশনাল এসেম্বলির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

তুরস্কের দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদ বলছে, সেখানে মোট ২৫ হাজারেরও বেশি কর্মী উদ্ধারকাজে নিয়োজিত আছে। ইস্তান্বুল থেকেই শুধু ভলান্টিয়ার কর্মী নিয়েছে সাড়ে ১২ হাজার।  বলা হচ্ছে এই ভূমিকম্প

সরাসরি ১ কোটি ৩০ লাখ ৫০ হাজার মানুষের জীবনে বির্পয়য় বয়ে এনেছে। ৫,৭৭৫ টি বহুতল ভবন ভেঙে পড়েছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এসএটি)