‘কথা দিলাম’ সিনেমার প্রচারে বইমেলায় ঢাকা টাইমস স্টলে চিত্রনায়িকা কেয়াসহ অন্যরা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ শামীম জুটির প্রথম সিনেমা ‘কথা দিলাম’। মুক্তি উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

 

সিনেমাটির প্রচারকাজের অংশ হিসেবে বুধবার (৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭৩৫ নম্বর ঢাকাটাইমস স্টলে হাজির হন সিনেমার প্রযোজক ও কাহিনিকার জসিমউদ্দীন আকাশ, সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীমসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

 

এদিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকাটাইমস স্টলে আসেন এবং ঢাকাটাইমস স্টলে আগত বইপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান তারা।

 

ঢাকাটাইমস স্টল পরিদর্শনকালে কেয়া বলেন, ‘আমি ঢাকাটাইমসের পাঠক। এই পত্রিকায় অন্যান্য খবর প্রকাশের পাশাপাশি অনেক গুরুত্বের সঙ্গে বিনোদন সংবাদ প্রকাশ করে থাকে।’

 

কেয়া বলেন, ‘বইমেলাতে এসে সেভাবে কখনো সিনেমার প্রচার করা হয়নি। প্রথমবার অন্যরকম একটা অনুভূতি হলো। দর্শকদের সঙ্গে দেখা করে প্রচারণার আনন্দই অন্যরকম।’

‘কথা দিলাম’ চলচ্চিত্র প্রসঙ্গে কেয়া বলেন, ‘সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ‘কথা দিলাম’ টাইটেল গানের কথাগুলো চমৎকার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

 

জসিম উদ্দিন আকাশ বলেন, ‘শুরু থেকেই ঢাকাটাইমস আমাদের সব সংবাদ তাদের পত্রিকায় প্রকাশ করে। আশা করি আগামী দিনগুলোতে এভাবেই পাশে থাকবে।’

 

বিডি২৯মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘কথা দিলাম’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। কেয়া-জামশেদ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এলএম/কেএম)