উত্তরায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার মা ও দুই মেয়ে এখন কেমন আছেন?

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস

খাবার না পেয়ে অনাহারে ঘরবন্দি মৃতপ্রায় মা ও তার দুই মেয়েকে উদ্ধারের পর তারা এখন ভালো আছেন। পুলিশের সহায়তায় তাদেরকে শ্যামলী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আনা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘মা ও তার দুই মেয়ে এখন অনেক ভালো আছেন। আমরা সার্বক্ষণিকভাবে তাদের খোঁজ খবর নিচ্ছি, চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। তারা আগের থেকে শারীরিকভাবে এখন অনেক সুস্থ আছেন। তবে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত আছেন।’

পুলিশের পক্ষ থেকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে বলেও জানান মুজাহিদুল ইসলাম।

এর আগে ৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে মুমূর্ষু অবস্থায় মা ও দুই মেয়েকে উদ্ধার করে পুলিশ। তারা হলেন- শাফফানা আফিফা ও তার দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামামা।

একা একা একটি ফ্ল্যাটে বসবাস এবং কয়েকদিন অনাহারের কারণে মৃতপ্রায় অবস্থা ছিল তাদের। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।

মঙ্গলবার আফিফা ও তার দুই মেয়েকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট 
ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক মুজাহিদুল ইসলাম বলেন, ‘৪ ফেব্রুয়ারি রাত তিনটায় উত্তরার ৪নং সেক্টরের ১৩নং রোডের ২৮নং বাড়ির সিকিউরিটি গার্ডের মাধ্যমে জানতে পারি, কয়েকদিন ধরে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে 
মা ও তার দুই মেয়ে অবরুদ্ধ রয়েছেন। ফ্ল্যাট থেকে দুই মেয়ের কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। এই তথ্য পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে 
যাই। ফ্ল্যাটে প্রবেশের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ফেলা হয়। মা ও যমজ দুই মেয়ে কয়েকদিন অনাহারে থাকায় মুমূর্ষু ছিল। এ অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। এরপর তাদেরকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘আফিফা পৈতৃক সূত্রে ওই ফ্ল্যাটটির মালিক এবং দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করছেন। ১০ বছর আগে আফিফার বিয়ে হয়। এক বছরের মাথায় তার ডিভোর্স হয়। তিন বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। পারিবারিক কারণে অভিমান করে আফিফা তার দুই সন্তান আয়েশা ও ফাতেমাকে ফ্ল্যাটে কয়েকদিন ধরে বন্দি করে রাখেন। এসময় রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করেননি তারা। ফলে অনাহারে তারা অসুস্থ হয়ে পড়েন।’

এদিকে পূর্ব থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনজন অনেকটা সুস্থ। মেয়েগুলো সবার সঙ্গে কথা বলছেন। আত্মীয়স্বজনরাও ছুটে এসেছেন। চিকিৎসকরা আশা করছেন দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবেন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএস/এফএ)