উত্তরখানে নারীকে বাসায় ডেকে এনে খুন, কারণ কী জানুন
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২১

রাজধানীর উত্তরখানে খুন হয়েছেন এক নারী গার্মেন্ট কর্মী। হত্যার পর ঘাতক নিজেই পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ বলছে, খুনের আগে ধর্ষণ করা হয়েছে ভুক্তভোগীকে।
মঙ্গলবার রাতে উত্তরখানের চানপাড়ায় গার্মেন্ট কর্মী রাশেদাকে বাড়িতে ডেকে এনে মাথায় আঘাত করে খুন করেন অটোরিকশা চালক হযরত।
পুলিশ বলছে, পরকীয়া প্রেমকে কেন্দ্র করেই খুন হয়েছেন রাশেদা। তবে খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়।
রাশেদার স্বামীর দাবি, কোনো ধরনের পরকীয়া সম্পর্ক ছিল না রাশেদার। দীর্ঘদিন ধরে হযরত রাশেদাকে পাওয়ার জন্য ‘জাদুটোনা’ করে আসছিল। রাশেদা রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে খুন করেছে।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা করেছেন।
(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এএ/এফএ)