প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

পরে ঢাকাসহ বিভিন্ন সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন।

ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

দুপুর সাড়ে ১২টায় ফলাফলের সার্বিক দিক তুলে ধরতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। তিনি পরীক্ষার ফলসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরবেন।

তবে তার আগেই বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। ফলপ্রার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

এর আগে এইচএসসির ফল প্রকাশের জন্য ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে সে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। পরে ফল প্রকাশের জন্য ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন তিনি।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ডিএম)