নোয়াখালীতে ৬ জুয়াড়ি আটক

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়েছে।     

বুধবার সকালে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার আলমগীর মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল খায়েরের ছেলে সোহাগ (৪৩), একই এলাকার মমিন উল্ল্যার ছেলে বেলাল (৪০), আবুল হাশেমের ছেলে আমির হোসেন (৪৮), ইউনুসের ছেলে হারুনুর রশিদ (৪২), মোস্তফা মিয়ার ছেলে আব্দুল মতিন (৪৮) ও জালাল আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৪০)।    

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী পৌর এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর আজিমের স্টোর এর পাশে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৩ হাজার ৫ শ টাকা জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এআর)