বরিশালে পাসের হার ৮৬.৯৫ শতাংশ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।

বুধবার দুপুরে বরিশাল বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই দিন বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

জানা গেছে, গত বছরের ৬ নভেম্বর শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

বরিশাল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করা যাবে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এআর)