ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুই মাদককারবারি আটক

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুইজন মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা শহরের রেল বাজারে অভিযান চালিয়ে ৬শ অ্যাম্পুল নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৬) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আহমেদনগর এলাকার মোস্তফা'র ছেলে রনি বাবু (২৩)। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেল বাজার এলাকায় অভিয়ান চালিয়ে শাফায়েত আলী ও রনি বাবু নামের দুজনকে আটক করে। আটক দুজনের কাছ থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৬শ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ শাফায়েত আলি ও রনি বাবুকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। 


(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এআর)