ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩০ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ ফিরোজ খান (৩৩) নামের এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই মাদককারবারিকে মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 


এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় ফিরোজ খানের বসতঘরে থাকা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। ফিরোজ খান ওই গ্রামের ফরিদ খানের ছেলে বলে জানা যায়। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই উপ-পরিচালক।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এআর)