১৭৭ রানে অলআউট অস্ট্রেলিয়া
নাগপুরে অনুষ্ঠিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে সুবিধা করতে পারলেন না অস্ট্রেলিয়ান ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭৭ রানেই অলআউট হয়েছে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান দলনেতা প্যাট ক্যামিন্স। ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপুটে বোলিংয়ে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তিন ওভারের মাথায় সাজঘরে ফেরেন দুই অজি ওপেনার। ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা দুজনই মাত্র ১ রান করে করতে পেরেছেন।
তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে রাখেন দুই অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৮২ রানের জুটি ভাঙেন রবিন্দ্র জাদেজা। ১২৩ বলে ৪৯ রানে ফেরেন লাবুশেন। পরে ৩৭ রানে ফেরেন স্মিথ। এবারও ঘাতক সেই জাদেজা। ম্যাট রেনেশাকে শূন্যরানে সাজঘরে পাঠান এই স্পিনারই।
পিটার হ্যান্ডসকব ও অ্যালেক্স ক্যারি মিলে চাপ সামলে নেয়ার প্রয়াস চালান। কিন্তু জাদেজা-অশ্বিনরা তা হতে দেননি। ৩৬ রানে ক্যারি আউট হওয়ার পর ৬ রানে প্যাট কামিন্স, শূন্যরানে টড মার্ফি আউট হন। এদিকে দীর্ঘক্ষণে ক্রিজে অবস্থান করা হ্যান্ডসকব ফেরেন ৩১ রান। ১ রানে ফেরেন স্কট বোলান্ড। আর নাথান লায়ন অপরাজিত থাকেন শূন্যরানে।
ভারতের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন রবিন্দ্র জাদেজা। তিনটি উইকেট নিয়েছেন আরেক ওপেনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)