ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বুধবারত রাতে সৌদির ক্লাব আহলিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির শিষ্যরা। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ১২ ফেব্রুয়ারি আল হিলালের মুখোমুখি হবে রিয়াল।
প্রিন্স মোলে আব্দেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা রিয়াল মাদ্রিদ পাচ্ছিল না গোলের দেখা। অতপর ম্যাচের ৪২তম মিনিটে ভিনিসিয়াসের করা গোলে লিড নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ফেড্রিকো ভালভার্দে।
তবে ম্যাচের ৬৫তম মিনিটে আলি মালুল পেনাল্টি কিক থেকে গোল করে খেলা জমিয়ে দেন। এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় সৌদির ক্লাবটি। কিন্তু পাচ্ছিল না দ্বিতীয় গোলের দেখা। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ের খেয়ে বসে আরও দুই গোল। রদ্রিগো ও অ্যারিবাস এ সময় একটি করে গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিকে অন্য সেমিফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে ফাইনালের টিকিট পেয়েছে সৌদি আরবীয় ক্লাব আল হিলাল।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)