ফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০

ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেপালের মেয়েরা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ-নেপাল।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে গ্রুপসেরা হয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নেপালও পেয়েছে ফাইনালের টিকিট। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভারত। আর তলানিতে অবস্থান ভুটানের।

প্রথম রাউন্ডের তিন ম্যাচের প্রথম দুটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে একাদশে এসেছিলো দুটি পরিবর্তন। ফাইনালে প্রথম দুই ম্যাচের একাদশ নিয়ে নামছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

বাংলাদেশের একাদশ

রুপ্না চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :