নোয়াখালীতে তিন ফার্মেসিকে অর্থদণ্ড

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

সোমবার দুপুরে ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিয়া।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনবাগে অভিযান চালানো হয়। অভিযানকালে গোপন সংবাদে ছাতারপাইয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মাহি ফার্মেসিকে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও সুনীল ফার্মেসি নামে আরও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সেনবাগ থানা পুলিশ।  

সহকারী পরিচালক মো. কাউসার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)