ভাইপার্সকে হারিয়ে শিরোপা গালফ জায়ান্টসের

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে শিরোপা জিতল গালফ জায়ান্টস। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬ রান তুলে ভাইপার্স। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় আস জায়ান্টসদের।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গালফ জায়ান্টসের দলনেতা জেমস ভিন্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডেজার্ট ভাইপার্সের। মাত্র ৪৪ রানেই হারায় চারটি উইকেট। ১ রানে অ্যালেক্স হেলস, ৬ রানে রোহান মুস্তফা, ১৩ রানে অ্যাডাম লিথ ও ৬ রানে ফেরেন কলিন মুনরো।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন স্যাম বিলিংস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৩৭ বলে দুজনে তুলে ৮২ রান। এ সময় মনে হচ্ছিলো বড় সংগ্রহই পাচ্ছে দল। কিন্তু ৫৫ রানে হাসারাঙ্গা ও ৩১ রানে বিলিংস আউট হলে সুবিধা করতে পারেননি আর কেউই।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না জায়ান্টসদের। ১৪ রানে ওপেনার ও দলনেতা ভিন্স এবং ১ রানে ফেরেন কলিন ডি গ্র্যান্ডহোম। তবে ক্রিস লিন ও জেরার্ড ইরাসমাস মিলে দলকে জয়ের দিকেই নিতে থাকেন। তবে জয় নিয়ে ফিরতে পারেননি ইরাসমাস। আউট হন ৩০ রান।

পরে শিমরন হ্যাটমায়ারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ক্রিস লিন। ব্যক্তিগত অর্ধশতক ‍পূরণের পর ৭২ রানে অপরাজিত থাকেন লিন। ২৫ রানে অপরাজিত থাকেন হ্যাটমায়ার।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমএম)